মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জের ৭টি থানার ওসিকে পুলিশ সুপারের দিকনির্দেশনা প্রদান  ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আনু’র পাশে এড. টিপু সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার  তারেক রহমান দেশে ফিরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন: আজাদ বন্দর উপজেলা নেতৃবৃন্দের সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় মাসুদুজ্জামান ফতুল্লায় ঘুরতে নিয়ে দুই নারীর সহায়তায় তরুনীকে ধর্ষণ  নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়  হাজী জালালউদ্দিন ও যুবদলের নেতা স্বজনের কবর জিয়ারত করলেন মাসুদুজ্জামান  চাষাড়ায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, এক লাখ টাকা জরিমানা  

প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানালে যুবলীগ নেতা কাজী শাওন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন কর্ণধার এর সম্মানে সড়ক ও নির্মাণাধীন সেতু সহ তিনটি স্থাপনার নামকরণ করায় বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী শাওন

রবিবার ৬ই জুন এক সাক্ষাতকারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী শাওন জানান, তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে নামকরণের মাধ্যমে ঐতিহ্যবাহী ওসমান পরিবারকে সম্মান দেয়া হয়েছে।

এ সম্মান গোটা নারায়ণগঞ্জবাসীর। কারণ এ পরিবারটি নারায়ণগঞ্জের মানুষের জন্য প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে অন্যতম স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক এ.কে.এম সামসুজ্জোহা সাহেব একজন অন্যতম সংগঠক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা এবং ভাষা সৈনিক একজন রত্মগর্ভা মা নাগিনা জ্জোহা মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তেমনি সন্তানদের গড়ে গিয়েছেন।

নারায়ণগঞ্জবাসী সকলেরই প্রাণের দাবী ছিল, অবশেষে সেটা বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। আমি কাজী শাওন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের র্দীঘায়ু কামনা করি।

উল্লেখ্য, গত ২৫ই মে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে দুইটি সড়ক ও একটি নির্মাণীধীন সেতু নারায়ণগঞ্জের আলোচিত ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিনজনের নামকরণে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

স্থাপনাগুলোর মধ্যে এ.কে.এম সামসুজ্জোহা নামকরণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। তাছাড়া এ.কে.এম সামসুজ্জোহা স্ত্রী ভাষা সৈনিক বেগম নাগিনা জ্জোহার নামকরণে হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। আর মদনপুর- মদনগঞ্জ- সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের নামকরণে হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।