নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল ও সৃজনশীল,পরিবর্তন-সামাজিক সাংস্কৃতিক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা’র উদ্যোগে প্রভাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানান।
সংগঠনের পক্ষ থেকে এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি : মোঃ শাহ্ আলম, সহ-সভাপতি : মোঃ শহীদ উল্লাহ্, ফিরোজ কায়সার আজম, ঊর্মী আক্তার, শাহ্ আলম তালুকদার, হাসনাহেনা ও ছালিমা হোসেন শান্তা।সাধারণ সম্পাদক – মেজবাহ উদ্দিন আহম্মেদ(মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক :এ,বি,এম,জাকারিয়া, আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক : সাজ্জাদ আহমেদ খোকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক :মোঃ শাহাদাত হোসেন : তত্ত্ব ও গবেষণা সম্পাদক :এম এস ইসলাম আরজু, সমাজ কল্যাণ সম্পাদিকা: হোসনে আরা বেগম, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি উন্নয়ন সম্পাদক : কবি ইয়াদি মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক : মোঃ ইয়াসিন আরাফাত, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক : বিল্লাল হোসেন : সাস্থ্য বিষয়ক সম্পাদক :শিপন জোমাদ্দার, কারিগরি সম্পাদক : জয়নুল আবেদীন জয়, কর্ম সংস্থান সম্পাদিকা : নার্গিস আক্তার, দপ্তর সম্পাদক : শুক্কুর মাহামুদ জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদিকা : মনোয়ারা বেগম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাথী আক্তার, মুক্তা আক্তার, মোঃ ফেরদৌস আনিসুর হক হীরা,আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, আবদুর রহিম,নুসরাত বকুল, মাকসুদা ইয়াসমিন, গোলাম কিবরিয়া খোকনসহ প্রমূখ।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আল আশরাফ বিন্দু, ফারুক ঢালী,গোলাম রাব্বানী,রেজমুল আলম।
Leave a Reply