নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে বহুল আলোচিত মিনারুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (আজ) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে ডা. আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. কাউয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মিনারুল হত্যা মামলায় ডা. আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ড ছাড়াও ডা. আইভীকে একই সময়ে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনের মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।
প্রাথমিকভাবে ডা. আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে এই তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অবশিষ্ট দুটি মামলায়ও তাকে পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তার রিমান্ড কার্যকর করার জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
Leave a Reply