নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
স্মাইল সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশনের ৬ বর্ষপূর্ণ কেককাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টবর) স্মাইল ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ শাখার আয়োজনে এ দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়স্মাইলসিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি জিএম সাদরিল বলেন, ভবিষ্যতে স্মাইল সিদ্ধিরগঞ্জ শাখা আরো সামাজিক ও উন্নায়ন মূলক কাজে অংশগ্রহন করবে। স্মাইল সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন ৬ বছর শেষে করে ৭ বছরে পা রাখল আজ। আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, তাদের পাশে দাঁড়ানো এবং ছিন্নমূল মানুষের জীবনের পরিবর্তন আনা।
এসময় আরো উপস্থিত ছিলেন স্মাইল সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাহাবুব মুন্সী, আব্দুল আজিজ মিলন, মোঃ আরিফ হোসেন, মোঃ রিফাত সবুজ, আরমান হোসেন, সুজানা আফরিন অদ্রি, আকলিমা আক্তার, আফসানা ইসলাম ফাহিমা, জবা মজুমদার, আয়শা আক্তার সহ আরো অনেকেই।
Leave a Reply