নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২০২৬ সনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক একেএম কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে জরুরী সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ক্লাবে দ্বি-বার্ষিক সভার আয়োজন করা হয়।
এ সময় সকল সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে মৌখিক কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে ভোরের কাগজ ও মানবকণ্ঠ পত্রিকার সোনাগাঁ প্রতিনিধি আব্দুস সাত্তারকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া ২০০৬ সালের ১জানুয়ারী থেকে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক খবরের কাগজ সোনারগাঁও প্রতিনিধি মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক করতোয়ার বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, অর্থ সম্পাদক দৈনিক অধিকরণের সোনারগাঁও প্রতিনিধি আব্দুল মোতালেব প্রধান, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক ট্রাইব্যুনাল এসএম মনির হোসেন, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, সাংবাদিক কল্যাণ হিসেবে মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক হিসেবে মো. শাহিন, আজকালের খবরের কার্যকরী সদস্য হিসেবে মো. আকাশ মিয়া, সদস্য হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের মো. শফিকুল ইসলাম, দৈনিক নবচেতনার হাবিবুর রহমান, দৈনিক স্বাধীন সংবাদের মো. আমজাদ হোসেন মো. তৌরব হোসেন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply