নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যায় আরও মো. আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি আকাশের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে। সে একজন ভাসমান লোক। তার কোন স্থায়ী ঠিকানা নেই। তার পিতার নাম ওমর খান।
এর আগে গতকাল বুধবার রাত ৮টায় ফতুল্লার কাশিপুর এলাকা থেকে ছিনতাইকারী আকাশ খানকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থী সীমান্ত গত ১২ ডিসেম্বর ভোর ছয়টার দিকে রাজধানীর এআইইউবির উদ্দেশ্য যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। এরপর ১৪ ডিসেম্বর রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply