বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া আমরা যদি নিজেরা পরিবর্তন হতে না পারি, ব্যক্তিস্বার্থ বিসর্জন দিতে না পারি, এই রক্তঝরা বন্ধ হবে না:ডিসি গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ  সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জ বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নারায়ণগঞ্জসহ সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের  দেশকে ষড়যন্ত্রমুলক ভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মহানগর সেচ্ছাসেবী দলের বিক্ষোভ মিছিল  এতো রক্ত ঝরার পরও যেন আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি: ডিসি

সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (১৬ জুলাই) এক বার্তার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টা ৫০ মিনিটে তাদেরকে মুন্সিগঞ্জের শ্রীনগরের বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) এলাকার ইসমাইলের ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও তার ভাই নজরুল ইসলাম (৩২)।

র‌্যাব জানায়, গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জে পশ্চিম কলাবাগ (সাইলো গেইট) এলাকায় নিজ বাড়ির উঠানে পুরনো বিরোধের জের ধরে সৎ ভাইয়েরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। নিহত দিনু বেগম গালাগাল বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি কিলঘুষি ও চরথাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুকে লাথি মারেন তারা। গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে মামলা করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) সম্পর্কে তার সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।