বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
লন্ডনের উদ্দেশ্য ঢাকার বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের সিদ্ধিরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই প্রকৌশলী প্রত্যাহার ফতুল্লায় ‘আমরা মোহামেডান’ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ  দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর  ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫ জনই নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে হত্যা করে দুটি ইজিবাইক ছিনতাই করে নিলো দুর্বৃত্তরা  হত্যা মামলায় বেকসুর খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান রূপগঞ্জ মধুখালিতে বাদল ও জামানের ষড়যন্ত্রের ফাঁদে আক্তার ; প্রাণে মেরে লাশ গুম করার হুমকি

সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার দায়ে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আরো তিন মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম।
পৃথক তিনটি মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, এজাহারনামীয় ও অজ্ঞাতসহ মোট এক হাজার ৭৭ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে। অপর আরেকটি মামলায় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে। এছাড়া দু’টি মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।

গত ২৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দলেনে আহত মো: সাব্বির (২০) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসীনের আদালতে শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শামীম ওসমানের ছেলে ওয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনসহ ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার মামলার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে সার্বিক বিবেচনায় আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে গত ২ জানুয়ারি মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।

এদিকে অন্য আরো দুই ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে দুটি মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি মামলার বাদি মো: আবুল হোসেন তালুকদার (৪৬)। এই মামলাটিতে প্রধান আসামি করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। এছাড়া শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানকেও আসামি করা হয়। তাছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ এজাহারনামীয় মোট আসামি ৫৩ জন। এছাড়াও অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয় মামলাটিতে।

অপর আরেকটি মামলার বাদি মো: আলহাজ। মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬৮ জন। এছাড়া অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে নারায়ণগঞ্জের ব্যক্তিরা ছাড়াও ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লার বাসিন্দাদেরকেও আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জানান, আদালতের নির্দেশে গত ২ জানুয়ারি ১৫৬ জনের নামে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বাদিদের আরো দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। একটি মামলার আসামি ২৬৮ জন এবং আরেকটিতে ৫৩ জন। মামলাগুলোতে অজ্ঞাত হিসেবে ৬০০ জনকে আসামি করা হয়েছে। সেই দু’টি আবেদনও মামলা হিসেবে রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।