নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন মো. ভোলা মেম্বার (৫৪), যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) এবং যুবলীগ কর্মী মো. রবিন (৩৫)।
এছাড়া বাকি ১১ জনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, “মো. রবিন ও জিয়াউল হক জিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া মো. ভোলা ও মাইন উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে। সকল গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।”




Leave a Reply