নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারেক বলেন, “হামলার শিকার যুবকরা দুপুরে হামলার শিকার হয়েছেন বলে জানালেও সন্ধ্যায় তারা পুলিশকে বিষয়টি অবগত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
আহতরা হলেন: সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার লেদু মিয়া চৌকিদারের ছেলে রিয়াদ হোসাইন (২৪), সানারপাড়ের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ তামীম (২৩), সাইনবোর্ডের মো. কামরুজ্জামানের ছেলে বায়েজিদ বোস্তামী (২১)
তাদের মধ্যে রিয়াদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা সমন্বয় কমিটির সদস্য এবং অপর দুʼজন এনসিপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কর্মী বলে জানান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম।
ভুক্তভোগীদের বরাতে যুবশক্তির এ নেতা বলেন, গত বুধবার রাত আড়াইটার দিকে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের পোস্টার সাঁটানোর কাজ করছিলেন দলটির কর্মীরা। রাতে মিতালী মার্কেটের পেছনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের বাঁধা দেয়। প্রতিবাদ করলে মারধরের শিকার হন তামিম। তার মোবাইল-মানিব্যাগও নিয়ে যান অভিযুক্তরা।
“ওই ঘটনার সিসিটিভি ক্যামারের ফুটেজ সংগ্রহে দুপুরে সেখানে গেলে আবারো হামলার শিকার হন তারা। হামলায় গুরুতর জখম হন তিনজন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে”, রাইসুল বলেন।
আহতদের প্রথমে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারী কয়েকজনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা গেছে। এ ঘটনায় মামলা করতে তারা থানায় অবস্থান করছেন বলেও জানান জাতীয় যুবশক্তির নেতা রাইসুল ইসলাম।
তবে রাত সোয়া এগারোটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারেক বলেন, “যেহেতু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সে অনুযায়ী আমরা তদন্ত করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
Leave a Reply