বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে ৪ টি মোবাইলসহ দুই যুবক আটক সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া আমরা যদি নিজেরা পরিবর্তন হতে না পারি, ব্যক্তিস্বার্থ বিসর্জন দিতে না পারি, এই রক্তঝরা বন্ধ হবে না:ডিসি গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ  সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার অভিযোগে দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জ বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নারায়ণগঞ্জসহ সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের 

সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ভূইয়াপাড়া ৪৪৪ শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে মো. মিঠু ভূঁইয়া (৪৫)। সে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নং-৪(৯)২৪ এর আসামি ও আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার হিসেবে পরিচিত। পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০)। সে নারায়ণগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৫/২৫ ইং এর আসামি।

এই মামলাটি সাবেক মেয়র আইভী রহমানের গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং একই মামলার আসামিমৃত শাহীনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), মৃত মো. সোলমান মিয়ার ছেলে মেহেদী হাসান তুহিন (২৭)।

তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে শহীদনগর এলাকা থেকে ১জন ও দেওভোগ এলাকা থেকে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাঙ্খিত মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।