নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ভূইয়াপাড়া ৪৪৪ শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে মো. মিঠু ভূঁইয়া (৪৫)। সে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নং-৪(৯)২৪ এর আসামি ও আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার হিসেবে পরিচিত। পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০)। সে নারায়ণগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৫/২৫ ইং এর আসামি।
এই মামলাটি সাবেক মেয়র আইভী রহমানের গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং একই মামলার আসামিমৃত শাহীনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), মৃত মো. সোলমান মিয়ার ছেলে মেহেদী হাসান তুহিন (২৭)।
তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে শহীদনগর এলাকা থেকে ১জন ও দেওভোগ এলাকা থেকে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাঙ্খিত মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply