শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দেশটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের অধীনস্থ সকল কমিটি বিলুপ্ত  নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না: পুলিশ সুপার  নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ঢাকার সমাবেশে এড. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান  মহানগর জামায়াতের উদ্যেগে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ত্বকী হত্যা মামলায় আরও এক আসামী গ্রেপ্তার নয়াপল্টনে সমাবেশে গিয়াসউদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান আলোচিত ত্বকী হত্যা, আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ গ্রেফতার  সাংবাদিক রবিনের বিরুদ্ধে আনীতো অভিযোগ মিথ্যা প্রমানিত 

সাংবাদিক রবিনের বিরুদ্ধে আনীতো অভিযোগ মিথ্যা প্রমানিত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

প্রেস বিজ্ঞপ্তি: 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আনীত অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

প্রেস রিলিজ

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আনিত অভিযোগের ভিত্তিতে গঠিত ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি তাঁদের প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তকালে উভয় পক্ষকে ৩ (তিন) দিনের মধ্যে তাঁদের স্বপক্ষে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি উপস্থাপনের জন্য চিঠি প্রদান করা হয়। বিল্লাল হোসেন রবিন নির্দিষ্ট সময়ে তাঁর ব্যাখ্যা ও তথ্য উপাত্ত প্রদান করেন কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের পক্ষ থেকে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি প্রেরণে ব্যর্থ হন এবং তাঁরা বর্ধিত সময়ও প্রার্থনা করেননি। তদন্ত প্রতিবেদন বিষয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়, বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়। যার ফলশ্রুতিতে সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এর আনিত বায়বীয় অভিযোগ সম্পর্কে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক থাকার আহবান জানানো হয়। অন্যথায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য

হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।