নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে সদ্য যোগদানকৃত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ শহরের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলার নানাবিধ সমস্যা ও নাগরিক সেবা সুনিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। সাংবাদিকদের এসব বিষয়গুলো সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মনোযোগ সহকারে শুনে তা লিপিবদ্ধ করেন এবং সমাধানে আসস্ত করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাকিব আল রাব্বি ও সিনিয়র সহকারী কমিশনার ফারাহ্ ফাতেহা তাকমিলা।
Leave a Reply