নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা পড়ালেখা করবে জ্ঞান অর্জন করার জন্য, তবে যদি সেই অর্জিত জ্ঞান ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে সেটা তোমার জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক মদিনা মসজিদস্থ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে। তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন, সন্তান সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের দিকে খেয়াল রাখতে হবে।
গিয়াসউদ্দিন আরো বলেন, আমরা দোয়া করি, তোমরা পড়ালেখার মাধ্যমে সুযোগ্য নাগরিক হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে, দেশ ও জনগণের সেবায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং জীবনে সফলতা অর্জন করবে।
প্রধান অতিথির বক্তব্যের পর, গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হালিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, আবুল হোসেন, আবুল কাশেম, এবায়দুল হক, মোক্তার হোসেন ও ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply