নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং বিপরীত দিকের কুতুবপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মাবুদ।
তিনি বলেন, মরদেহ দুটি একসাথে উদ্ধার করা হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। তবে, আনুমানিক তাদের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে বলে ধারণা করছি।
Leave a Reply