নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের পাভেল নামের এক নেতা নিহত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত পাবেল হলেন কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক।
নিহত পাবেলের মা বলেন, ‘আমার পুতেরে যারা মারসে আমি তাগো ফাঁসি চাই। নতুন সরকারের কাছে আমি এই হত্যার বিচার চাই। আমার ছেলে ঘরে শুইয়া আছিলো, তারপর ওরে কেউ একজন ফোন দিলে পাভেল বের হইয়া গেসে। সেখানে গেলে ওরে মাথার পেছন থেকে বাড়ি মারসে, পিঠে চাকু মারসে। আমি আমার পুতের হত্যার বিচার চাই।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানায়, কোনো একটা বিষয় নিয়ে কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও স্বপনের মাঝে কথায় কাটাকাটি হয়। এতে বায়জিদ ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে, স্বপনকে মারতে আসে। তবে সেখানে স্বপনকে না পেয়ে পাভেলকে মারধর করে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার সাব ইনপেক্টর রোকন উদ্দিন বলেন, ‘সেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের নিজেদের মাঝে মারামারি হয়েছে। এসময় ছাত্রদল নেতা পাভেল নিহত হয়। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি।’
Leave a Reply