শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর  আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলি-এটা আমরা বিশ্বাস করি: মাসুদুজ্জামান  খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যােগে দোয়া মাহফিল  রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তরুণরা চরম বৈষম্যের শিকার হয়েছেন: মাসুদুজ্জামান  গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় ভাঙচুরসহ লুটপাটের ঘটনাও ঘটে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং ওয়ার্ড কার্যালয় দখলকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব হাসান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিজানের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে দুপুরে রাকিব ও তার সমর্থকরা ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় দখলের চেষ্টা চালায়। সিজান ও তার কর্মীরা বাধা প্রদান করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় ছাত্রদল কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কার্যালয়ে থাকা ছবিগুলো ফেলা-পড়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।