বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যানজট নিরসনে রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসগুলো দ্রুত সরিয়ে নিতে হবে –ডিসি নানাবিধ অনিয়মের অভিযোগে বিআরটি’র অফিসে দুদকের অভিযান রূপগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর গুড়িয়ে দিলো দুর্বৃত্তরা: থানায় মামলা প্রতিশ্রুতি অনুযায়ী ৭ দিনের মধ্যেই ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর শুভ উদ্বোধন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সাবেক কাউন্সিলর সাদরিল গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ দখলে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন  আলোচিত জুবায়ের হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

রূপগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর গুড়িয়ে দিলো দুর্বৃত্তরা: থানায় মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

রূপগঞ্জের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরবর্তিতে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে সেখানের বাসিন্দাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর তারা ২০টি ঘর ভাঙচুর করে দরজা-জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে।

উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ভূমি অফিসের কর্মকর্তারা মামলা করেছে। সেটির তদন্ত চলছে। কে বা কারা করেছে সেটি খতিয়ে দেখছি। এই মামলায় এ পর্যন্ত (৭ মে, দুপুর) কেউকে আটক করা হয়নি, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।