নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
প্রেস বিজ্ঞপ্তি-
গত ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা ও যুগের চিন্তা রিপোর্টে ” মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব এর অপারেশন থিয়েটারের তালা ভাঙ্গলো ডাক্তার মজিবুর রহমান” এ শিরনামে যে সংবাদ প্রকাশিত হয় তাহা মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব প্রতিষ্ঠান কতৃপক্ষের দৃষ্টিতে পড়লে হসপিটাল কতৃপক্ষ প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
হাসপিটাল কতৃপক্ষ প্রকাশিত এ সংবাদের বিষয়ে জানান,
প্রকৃত ঘটানাকে আড়াল করে কতিপয় কুচক্রী মহল হসপিটালের সুনামকে নষ্ট করতে এবং তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো মেডিস্টার এর মালিক উভয় পক্ষের মতানৈক্যের কারণে ক্লিনিকের ওটিতে তালা মারা হয় । এই ঘটনা অবহিত হয়ে আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাঃ মুজিবুর রহমান স্যার উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্যে আসেন ও তালা খুলে দেওয়ার জন্যে অনুরোধ করলে আমরা ওটির তালা খুলে দেই, প্রসঙ্গত উনি বা উনার কেউ ই তালার কাছে যান নাই। এখানে উল্লেখ্য যে উনি আমাদের সকলের খুবই শ্রদ্ধা ভাজন একজন অজ্ঞান এর বিশেষজ্ঞ চিকিৎসক, উনি এনেস্থেসিয়া সোসাইটির সভাপতি, ক্লিনিক মালিক সমিতির নেতা, জাতীয়তাবাদী চিকিৎসকদের নেতা সর্বোপরি মহানগর বিএনপির একজন জনপ্রিয় নেতা। মীমাংসা প্রক্রিয়া এখনো চলমান। আমরা উনার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিরোধিতা করছি এবং সেই সাথে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
Leave a Reply