রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী?সেটি উপলব্ধি করতে হবে: গিয়াসউদ্দিন  আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যা ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর বড় ভাইয়ের আত্মহত্যা রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ মায়ের আঁচল সংগঠনের  ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত চুরি হওয়া অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি: পুলিশ সুপার তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক থাকলে গডফাদার-মাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না : এড.টিপু জেলা শিল্পকলায় প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে শোক সভা অনুষ্ঠিত 

মায়ের আঁচল সংগঠনের  ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি-

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী  পরিষদ ( মাআসাপ ) বাংলাদেশ  এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও “মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৮ জানুয়ারী শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার তল্লা’র সাধারণ পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠানের প্রস্তুতিপূর্বক এ জরুরি আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে  স্বরচিত কবিতা পাঠ শেষে উপস্থিত সকলের সিদ্ধান্তে আগামী ৭ ফেব্রুয়াতি এ আন্তর্জাতিক উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত  হয়। বিকেল ৩ টায় অনুষ্ঠানের সূচনা পর্বে দেশী বিদেশি লেখকদের স্বরচিত কবিতা পাঠের আসর। ৫ টায় অতিথিদের আলোচনা ও গুণীজন সন্মাননা   পর্ব। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপনী।  সাহিত্য এ উৎসবে দেশ বরেণ্য কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তি ও সামাজ সেবক ও গুণীব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের উদযাপন কমিটির আহবায়ক হিসেবে থাকছেন প্রফেসর মোঃ আমির হোসেন ,যুগ্ম আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু,  এম আর মনজু,  লুৎফুর রহমান সরদার, পেয়ারা বেগম, জয়নাল আবদীন জয়,মোহাম্মদ আলী, সাব্বির আহমেদ সেন্টু, শফিকুল ইসলাম আরজু  ও বাপ্পি সাহা।

সমন্বয়ক থাকছেন  সাংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর  ও যুগ্ম সমন্বয়ক মোঃ রিয়াদ তালুকদার । সদস্য  সচিব আবুল কালাম আজাদ।

সদস্য হিসেবে থাকছেন  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাবু, মনজুর আলম  , সুরাইয়া তাহমিনার সেফু  , মর্তুজা হোসেন, আব্দুর রহিম, জাহাঙ্গীর হোসেন স্বাধীন,  মানিক চক্রবর্তী, কাজী আনিসুল হক , ইকবাল হোসেন রোমেছ , এস এ বিপ্লব  , মামুন বাবুল,শুক্কুর মাহমুদ জুয়েল , মাসুদ রানা লাল , মোহাম্মদ আল মনির , আক্তারুজ্জামান  ,শাহ আলম , রমজান বিন মোজাম্মেল , মানিক হোসাইন,  সাদ্দাম মোহাম্মদ, জয়নাল আবদীন জয় ,সাজ্জাদ আহমেদ খোকন , মোঃ শিপন জমাদ্দার   ,মেজবাউদ্দিন মামুন  , সালমা ডলি,  ইঞ্জিনিয়ার মনির ,সোহেল আহমেদ , সফিকুর রহমান নিজাম , নাজমুল হোসাইন খান , জামিল হোসাইন  ,ইমরান হোসেন ইমন,  শফিক সাদেকী ও তাসলিমা আক্তার পারভীন।

এ সময় আলোচনা সভায় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন – কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, তল্লা সাধারণ পাঠাগারে সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন চৌধুরী,
সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন , কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন ,আসরাফ উদ্দিন ও কবি জয়নুল আবেদীন জয়, কবি ইকবাল হোসেন রোমেছ, সাংবাদিক মোঃ মিঠুন মিয়া, কবি মোসাঃ লুবনা আক্তার সুমি, কবি মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল,কবি এস.এ.বিপ্লব, কবি সালাউদ্দিন আমির,কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি মাহবুব রহমান চৌধুরী, কবি মোঃ জসিম উদ্দিন, সমাজ সেবক মোঃ মনির হুসাইন,ফটো সবাদিক মোঃ  সাদ্দাম হোসেন মীর্জাসহ প্রমূখ।

উপস্হিত সকলেই  মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী  পরিষদ( মাআসাপ) বাংলাদেশ  এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও “মায়ের আঁচল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪-২৫ অনুষ্ঠানের আহ্বায়ক কমিটিকে সাধুবাদ জানান এবং সেই সাথে আগামী ৭ ফেব্রুয়ারীর সাহিত্য উৎসবে নারায়ণগঞ্জ জেলার সকল কবি,লেখক ও সাহিত্য প্রেমীদের   উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠের আহবান জানান এর পাশাপাশি  সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।