বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ  রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শণে আলজেরিয়ার রাষ্ট্রদূত সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক নষ্ট হলে ‘ভারতের ক্ষতি হবে: উপদেষ্টা সাখাওয়াত  সোনারগাঁয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা বাংলা‌দে‌শে মাও. স্বাদের প্রবে‌শের অনুম‌তি চে‌য়ে প্রধান উপ‌দেষ্টা বরাবর আবেদন ফতুল্লার ভুইগড়ে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত নারায়ণগঞ্জে বিদ্যুতের ডিপিডিসি কিল্লারপুল (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতি

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক মুনার বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ভাই বোনেরা ডক্টর স্বাধীনতা এই অর্জন করলাম সেই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য চারিপাশে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে ঠাই দেবো না। হোক সেটা ধর্ম নিয়ে বর্ণ নিয়ে বা জাতীয়তা নিয়ে। ৫ই আগস্ট স্বৈরাচারা যখন পলানোর সময় হয়েছে তখনই তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষ যে ভারতকে মিত্র রাষ্ট্র মানে, সেই ভারত গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারতের বিজেপি সরকার প্রমাণ করেছে তারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান করে না। তারা খুনি লুটপাটকারী স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে। এই বিজেপি সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমরা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করি।

তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যের নীতি বাংলাদেশের বাস্তবায়িত হবে না। বাংলাদেশের ১৫৩টি নদীর অমীমাংসত চুক্তিগুলো মীমাংসা চাই। সীমান্ত থেকে পাওয়া ফেলানীর লাশের উপর দিয়ে আমরা কোন বন্ধুত্ব করব না। সালানি ও আবরারের বিচারের মধ্য দিয়েই নিশ্চিত হবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব। আমরা বাংলাদেশকে রক্ত দিয়ে হলেও রক্ষা করব। আমরা নিজেদের মধ্যে রাখবো কোন প্রকার উস্কানি প্রতিহত করব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।