বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যা, স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন বাবা নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে অটোরিক্সা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ বন্দরে শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনায় ২ জন আটক পুলিশ সদস্যকে মারধর করা সেই দুই নারী আটক খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ 

বিজয় মেলা আয়োজন উপ কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গঠিত বিজয় মেলা আয়োজন উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ৮ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর আয়োজনে সম্মেলন কক্ষে এ উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ মোঃ সাকিব আল রাব্বি এর সভাপতিত্বে সভাটিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,   মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভূইয়া, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মুনা প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির দিক বিবেচনায় এ বছর মেলা আয়োজনে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা। তাছাড়া বিজয় মেলায় কোন অপশক্তি দ্বারা কোন অপ্রীতিকর ঘটনার আশংকা নেই। আমরা এই বিজয় মেলায় সকলে সম্মিলিত ভাবে অংশগ্রহনে আমন্ত্রণ জানাই।
সভায় মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে একটি স্ট্রল বরাদ্দ থাকবে। যেখানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের  শহীদদের স্মৃতি চারনেও স্ট্রল বরাদ্দ থাকবে। তাছাড়া মহান বিজয় দিবস-২০২৪ এর বিজয় মেলায় কোন অপশক্তি ফ্যাসিবাদীদের দোসর’রা কোন প্রকার বিশৃঙ্খলা করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরে দেয়ার আহবান জানাই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা জনগণ ও প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ সেবায় সব সময় প্রস্তুত রয়েছে। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে একটি আনন্দঘন ও বর্নাঢ্য বিজয় দিবস উদযাপন করবো।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।