নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ১০টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা এলাকার মাদ্রাসা মাঠে পাকা রাস্তার উপরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ২ঘণ্টা ব্যাপী সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে বিএনপি নেতা বুলু (৪৮), আলভি (২০) ও আবির (২১), মিলন (২৬), মিরাজ (২১), আব্দুল হাই সহ অন্তত ১৫ জন আহত হয়। আহত মধ্যে ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। বাকীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করা হয়।
স্থানীয়রা জানান, দুপ্তারা ইউনিয়নের গির্দা গ্রামের লোকজন ফুটবল খেলার আয়োজন করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল সোমবার রাতে।
খেলায় বিএনপি দুপ্তারা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সভাপতি বুলু ও বিএনপি নেতা রফিকুল পক্ষের মধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতন্ডাায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক পর্যায়ে আশেপাশের সাধারণ মানুষ জড়িত হয়ে পড়ে। গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতির শান্ত আছে। বুলু বাদী হয়ে থানায় একটু অভিযোগ দিয়েছে।
Leave a Reply