নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান থানা যুবলীগ নেতা কাজী আমির এক বানীতে দেশ ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৩ (এপ্রিল) রাতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ এ পাঠানো এক বানীতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বানীতে যুবলীগ নেতা কাজী আমির বলেন, প্রকৃতির
নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত ভবির সন্ধিক্ষণে দাড়িয়ে পুরোনো স্মৃতি সম্থারে হারিয়ে যাওয়ার চিরায়িত স্বভাব কখনো আনন্দ দেয়, কখনো বা কৃতকর্মের শিক্ষা নবউদ্যােমে সুন্দর আগামীর পখচলার জন্য অনুপ্রেরণা যোগায়। পুরোনো সমস্ত গ্লানি মুছে যাক নতুন বছরের আনন্দে। জীবন ভরে উঠক অনেক আনন্দের মুহুর্তে। নতুন বছরের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রার্থনা করি নতুন বছরে সকলের জীবনে অনেক সাফল্য আসুক। এবং সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘয়ু কামনা করে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ
Leave a Reply