রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী?সেটি উপলব্ধি করতে হবে: গিয়াসউদ্দিন  আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে এক ট্রলার চালককে পিটিয়ে হত্যা ফতুল্লায় ছোট দুই ভাইয়ের পর বড় ভাইয়ের আত্মহত্যা রূপগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ মায়ের আঁচল সংগঠনের  ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত চুরি হওয়া অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি: পুলিশ সুপার তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক থাকলে গডফাদার-মাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না : এড.টিপু জেলা শিল্পকলায় প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে শোক সভা অনুষ্ঠিত 

বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি: পুলিশ সুপার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, এখানে আসার সময় মনে হলো, বিগত দিনে আমাদের এই সুন্দর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর পায়তারা চলেছে। তবে, এটা বাস্তব যে যখন কোথাও দুর্গোৎসব হয়েছে, তখন যেমন আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। একইসাথে ইদের সময়ও এই গ্রাম-বাংলার মানুষ কখনো মনে করে না যে কে হিন্দু আর কে মুসলিম। এখানে যেমন ওরশ মোবারক হলে সবাই যায়, তেমনই যাত্রা গান হলে সবাই ছুটে যায়। এই বাংলার এটাই চিরচরিত্র নিয়ম।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি। ধর্মিয় কোন অনুষ্ঠানে যেমন কেউ কখনো কোন বাঁধা দেয় নাই, অন্য কোন অনুষ্ঠানেও কেউ কখনো বাঁধা দেয় নাই এবং বাঁধা দেওয়া যাবেও না। আজকের এই লোকজ উৎসবের উপস্থিতি এটাই প্রমান করে। কেউ যদি এইসব অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করে তাদের শক্ত হাতে প্রতিহত করবেন। আমাদের সাহায্য করবেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন) মো. নাইমুল হক।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।