নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার( ইউএনও) সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন (নারায়ণগঞ্জ-১) বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ।
বুধবার (৯ ডিসেম্বর ) দুপুর ১ টায় বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে যান বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বন্দর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আরিফুজ্জামান,বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম পারভেজ ভূইয়া,এজিএম মোখছেদুল ইসলাম,নবীগঞ্জ শাখার এজিএম আব্দুল মোমেন সরকার,প্রকৌশলী মুজিবুর রহমান প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, বন্দর উপজেলায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি, যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply