বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে,দেশ বিদেশের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি: ডিসি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যান পরিষদ আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু জাতিগতভাবে আমরা সবাই এক: মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জে এসপি’র সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে: ডিসি জাহিদুল ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম  বন্দরে পলাতক সাজাপ্রাপ্ত নারী আসামীসহ ৪ জন গ্রেপ্তার   সৈয়দপুরে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি কয়েল কারখানা উচ্ছেদ ও লাখ টাকা জরিমানা  অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় আলিফ রেস্তোরাকে জরিমানা 

বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আশিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা খোরশেদ আলমসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও দপ্তর প্রধানরা।

সভায় বক্তারা জানান, দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পূজা শুরুর আগে রাস্তার পাশে থাকা সব ল্যাম্পপোস্ট সচল করার জন্য পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার বন্দরের ২৮টি পূজামণ্ডপে নির্বিঘ্ন উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।