নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আশিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা খোরশেদ আলমসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও দপ্তর প্রধানরা।
সভায় বক্তারা জানান, দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পূজা শুরুর আগে রাস্তার পাশে থাকা সব ল্যাম্পপোস্ট সচল করার জন্য পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার বন্দরের ২৮টি পূজামণ্ডপে নির্বিঘ্ন উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।