নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে কিশোর সোহান হত্যা মামলার প্রধান অভিযুক্ত কাজল (৫৫)-কে তিন দিনের পুলিশি রিমান্ড শেষে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। কাজল বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা এবং মৃত সামছুদ্দিনের পুত্র।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল র্যাব-১১ এর একটি অভিযানে কাজলকে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে আটটায় সালেহনগর এলাকার ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ১৫ বছর বয়সী ছেলে সোহান পূর্বশত্রুতার জেরে একদল দুষ্কৃতকারীর হামলার শিকার হয়। কাজলের নেতৃত্বে তার ছেলে রাজসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল রূপালী আবাসিক এলাকায় মোস্তাক মিয়ার দোতলা বাড়ির নিচে সোহানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান বন্দরে যানজট নিরসনের কাজ করত। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের মাতা আকলিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
Leave a Reply