শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,

বন্দরে ট্রাক ও মিনি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও মিনি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে হাসান (৩০) নামে এক কর্ভাডভ্যান চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত চালক হাসান বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। তবে তাৎক্ষণিক ভাবে তার গ্রাম ও পিতার নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর রেললাইন বাসস্ট্যান্ডের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে  বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টায় চালক হাসান মৃত্যুবরণ করে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত বসুন্ধরা ট্রাক যার নং ঢাকা মেট্রো ট ১৫- ০৯৭৫ ও ঢাকা মেট্রো ন ১৫-১৩৮৮ নাম্বারের অপর একটি কর্ভাডভ্যান আটক করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।