শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কাব্যছন্দ বিজয়ের সংখ্যা প্রিন্সে’র সম্পাদনায় প্রকাশিত চলে গেলেন ফটো সাংবাদিক সেলিম না ফেরার দেশে  বন্দরে গ্রেপ্তার ওয়ারেন্টের আসামী থানায় নেওয়ার পথে ধৃতর স্বজনরা ছিনিয়ে নেয় ফতুল্লায় গার্মেন্ট কারাখানার গোডাউনে ভয়াবহ আগুন  ফাঁসি দিলেও আওয়ামী লীগে যোগ দেব না: দিনা রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু এখানকার সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম,মেধা দিয়ে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে: গিয়াসউদ্দিন  নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বড়দিন’ উৎসব পালিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ

বন্দরে গ্রেপ্তার ওয়ারেন্টের আসামী থানায় নেওয়ার পথে ধৃতর স্বজনরা ছিনিয়ে নেয়

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ বন্দরে মাদক মামলায় ওয়ারেন্টেভুক্ত আসামী দীন ইসলাম (৪৫)’কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা করে ধৃতকে ছিনিয়ে নিয়েছে ধৃতর স্বজনসহ সহযোগীরা।

এসময় হামলাকারীরা ২ জন এএসআই ও ২জন কনস্টেবলকে আহত করাসহ পুলিশের ডিউটিতে নিয়োজিত রিকুজিশনকৃত ১টি হায়েচ মাইক্রোবাস রিজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১১-০৩১৬ এবং সরকারি লেগুনা গাড়ি ১টি ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে পুলিশের অস্ত্র লুটের ব্যার্থ চেষ্টা চালায়। আহতদের ঘটনার রাতেই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলো বন্দর থানায় কর্মরত এএসআই রেজাউল করিম ও এএসআই হায়দার আলী, কনস্টেবল আব্দুল কাদের ও শফিকুল ।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২ টায় বন্দর থানাধীন পশ্চিম হাজীপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ওসমান ও বাদলের বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে হামলাকারী পশ্চিম হাজীপুর এলাকার ইব্রাহীম এর ছেলে মোঃ খোরশেদ কসাই (৪৫), একই এলাকার মাদক সম্রাট দীন ইসলাম (মাদক ওয়ারেন্টভুক্ত)’র স্ত্রী পুতুলী বেগম (৪০), তার মেয়ে দিবা প্রকাশ লিটা প্রকাশ লিজা (১৯) ও তাদের সহযোগী সোনাকান্দা পানির ট্যাংকিস্থ মতিয়ার বেপারীর বাড়ির ভাড়াটিয়া বর্ষা আক্তার (২০)’ কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানার এস আই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ধৃত ৪ জনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৯(১২)২৪, তাং-২৫/১২/২০২৪, ধারা-১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৫/৩৭৯/৪২৭ পেনাল কোড।

মামলা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই মো: শহিদুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদে জানতে পারে বন্দর থানার রুজুকৃত ৩৭(৯)১৮ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনর্চাজকে অবহিত করে উল্লেখিত র্ফোস তার বাড়িতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতকে নিজ হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্য রওনা হওয়ার সময় আটককৃত খোরশেদ কসাই, পুতুলী বেগম,মেয়ে দিবা প্রকাশ ও সহযোগী বর্ষা আক্তারসহ এজাহারভূক্ত ৩৪ জন ও অজ্ঞাত নামা ১৫/২০ জন দুর্বৃত্ত পুলিশ উপর অতর্কিত হামলা করে উল্লেখিত ২টি গাড়ী ভাংচুর করে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী দীন ইসলামকে জোর পূর্বক ছিনিয়ে নেয়। এ ছাড়াও হামলাকারি খোরশেদ কসাই থানার উপ পরিদর্শক আব্দুল জলিল মন্ডলের কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে পুলিশের ২ এএসআই ও ২ কনস্টেবল আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ নারীসহ ৪ হামলাকারিকে আটক করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা) গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। হামলাকারি ৩নারীসহ ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতার অভিযান চলমান আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।