সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরের মুছাপুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে নীলাচল বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ রূপগঞ্জে এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হাসিনা যদি ধর্ষণের বিচার করতে পারতো তাহলে এখন গণধর্ষণ হতো না: আফরোজা আব্বাস বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্তের উন্মোচন হবে –ডিসি সিদ্ধিরগঞ্জে গৃহিণীকে গণধর্ষণের ঘটনায়, প্রধান আসামি গ্রেফতার  বন্দরে ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনায়, অভিযুক্তকে আটক করেছে র‌্যাব-১১ ছাত্র আন্দোলনে আহত মাহাবুবকে আর্থিক সহায়তা দিলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তাজু তুমি কার আওয়ামীলীগের নাকি বিএনপির স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ

বন্দরের মুছাপুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার রাজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। লাশটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। তবে মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং মরদেহের পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।