বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দিলো যুবদল নেতা কাজী সোহাগ ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক নারায়ণগঞ্জ ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু  নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার লাশ নদী থেকে উদ্ধার নন্দলালপুরে প্রতারক জাহিদ হাসান ষড়যন্ত্রের ফাঁদে ফেলে ১ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ  রূপগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শণে আলজেরিয়ার রাষ্ট্রদূত সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জন আটক

ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (৪ ডিসেম্বর) পশ্চিম দেওভোগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় একটি হলুদ-নীল রংয়ের পিকআপ থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো কুমিল্লা কোতয়ালী সুজানগর হাতি পুকুরপাড় এলাকার মো. জাহিদ মিয়ার ছেলে ড্রাইভার মো. মেহেরাজ ওরফে রাজা (২২), একই জেলার কোতয়ালী সাহাপুর দর্জিবাড়ি এলাকার মো. আমির হোসেনের ছেলে হেলপার মো. গোলাম রাব্বী (২০)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আটককৃত সদস্যরা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।