শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
লম্পট ও প্রতারক বাদলের অত্যাচার থেকে রূপগঞ্জ মধুখালী’র  মানুষ মুক্তি চায় এবং গোয়েন্দা সংস্থার নজরদারির দাবী  ফতুল্লায় গৃহবধুকে হত্যা করে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে স্বামীর পলায়ন অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ১জন মাদক কারবারী গ্রেপ্তার  বক্তাবলীর রশিদ মেম্বারের গ্রেফতারের দাবীতে ডিসি অফিসে মানববন্ধন সমন্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশন (সসাফ) এর নতুন কমিটি প্রকাশ  না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক কামরুজ্জামান

ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। আহত সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জানু্য়ারি) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত সাড়ে ১২ টায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে কিশোরদের দুই গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। সেখানে ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি হওয়ায় উভয় গ্রুপে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘটনায় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদার এর ছেলে হৃদয় (২০)কে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনা আহতরা হলেন সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)। ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র‍্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং আমার সঙ্গে ফোর্স গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।