নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ । মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রঙ্গনে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফারজানা রহমান চৈতি, মজিবর রহমান, আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির সভাপতি খোরশেদ আলম নাসির, সাধারণ সম্পাদক ডি,এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আক্তার হোসেন, ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সমাজসেবক আব্দুল আজিজ ও আউয়াল শাহীন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য শিরিন হাবিব বলেন আমরা স্বামী মরহুম হাবিবুর রহমান হাবিব যে ভালো কাজগুলো করে গেছে, আমি যেন সে কাজগুলো করে যেতে পারি, আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও পারবো। আমি এই এলাকার, আপনাদেরই মেয়ে। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আগামীতে আমি যেন আপনাদের সাথে থেকে যেকোন ভালো কাজ করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি।
মরহুম হাবিবুর রহমান হাবিব ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়য় সম্পাদক
Leave a Reply