মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: এড. সাখাওয়াত হোসেন  সোনারগাঁয়ে রোহিঙ্গা যুবকসহ এক নারীকে ইয়াবা ও ফেন্সিডিল আটক ফতুল্লার ক্রোণী গার্মেন্টস শ্রমিকদেে বিক্ষোভ  আ’লীগ -জাতীয় পার্টির নেতারা আত্নগোপনে যুবদল নেতা আমিরের ড্রেজার পাইপ, জনদুর্ভোগ চরমে জুতা পাল্টিয়ে না আনায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা প্রেসক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ দেশের স্বার্থে আওয়ামীলীগ সন্ত্রাসীদের রাজপথে দাঁড়াতে দেওয়া যাবে না : এড. টিপু সিদ্ধিরগঞ্জে পিএম গার্মেন্টস’র শ্রমিকরা ৮ দফা দাবিতে বিক্ষোভ করলে সকল দাবি মেনে নিলেন মালিক ফতুল্লায় অজ্ঞাত ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী মাহাবুব আলম সুমন বিএনপিতে যোগ দিতে মরিয়া

প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারীর বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার :
ফ্যাসিবাদী সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ভূমিদস্যু আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে ৭০ বছরের উর্ধ্বকাল ভোগ দখলীয় ‘ভালো সেন্ট্রাল’ নামক দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান বে-আইনি ভাবে জবর দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এ.আর ভূইয়ার পরিবার এবং নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকার বাসিন্দারা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় নতুন কোর্ট সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় আরিফ আলম দিপু ও রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কম্পিত হয় আদালত চত্বর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরীর নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় অবস্থিত ‘ভালো সেন্ট্রাল’ নামক দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিদিন পাঁচ শতাধিক এর বেশী দুস্থ ও ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা করে থাকে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহন করেছে। কিন্তু আমলাপাড়ার বাসিন্দা আরিফ আলম দিপু ও উত্তর মাসদাইরের বাসিন্দা রফিকুল ইসলাম জীবন বিগত সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় ও সাংবাদিক পরিচয়ের প্রভাব খাটিয়ে ‘ভালো সেন্ট্রাল’ প্রতিষ্ঠানটি সহ অন্যান্য সম্পত্তি দখল করার পায়তারা করছে।
তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশগণের নিকট হতে পাওয়ার অব এটর্নী নিয়ে সন্ত্রাসী বাহিনী সহ উক্ত প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করে। প্রতিষ্ঠানের লোকজনদের মারধর করে হুমকী প্রদান করে, প্রতিষ্ঠান চালাতে হলে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন এলাকাবাসী তাদের বে-আইনি কাজে বাঁধা দিলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় হুমকী প্রদান করে যে, আরো বেশী সন্ত্রাসী বাহিনী নিয়ে দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠানটি দখল সহ বন্ধ করে দিবে। এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

তাই কথিত সাংবাদিক আরিফ আলম দিপু ও রফিকুল ইসলাম জীবন উক্ত প্রতিষ্ঠানটি যেন বন্ধ করতে না পারে, প্রতিষ্ঠানের কোন সদস্যকে খুন জখম করতে না পারে এবং প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে পত্রিকায় কোন মিথ্যা সংবাদ প্রচার না করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায় এলাকাবাসী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।