নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জের পূর্বাচলে মঙ্গলবার সকালে বান্ধবী সুজানার (১৭) মরদেহ উদ্ধারের পর বুধবার সকালে একই স্থান থেকে বন্ধু শাহীনুর রহমান কাব্যের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুজানা রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। আর কাব্য আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের লেকে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লেকের পানিতে ডুবে থাকা মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “নিহত দুই শিক্ষার্থী কোচিংয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
নিহত কাব্যের বাবা হারুনুর রশীদ বলেন, “সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে কাব্য নিখোঁজ ছিল। পরে গণমাধ্যমে সুজানার মরদেহ উদ্ধারের খবর পেয়ে জানতে পারি, আমার ছেলে তার সঙ্গেই ছিল। এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কিছু—সঠিক তদন্তের দাবি জানাই।”
Leave a Reply