নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
জুলাইযোদ্ধা কলেজ ছাত্র মোখলেছুর রহমানকে চিকিৎসা সহযোগীতার জন্য অর্থ প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রবিবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জুলাই যোদ্ধা মোখলেছুর রহমানের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন।
জুলাই অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ মোখলেছুর রহমান শরীরের নিচের অংশে ছিটা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে সুস্থ হয়ে পূণরায় আন্দোলনে যুক্ত হলে ৪ আগষ্ট ২০২৪ খ্রিস্টাব্দ দিতীয় দফায় গুরুতর আহত হয়ে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহন করে সাময়িক সুস্থ হয়। কিন্তু কয়েক দিন পর থেকে নতুন করে শরীরের বিভিন্ন অংশে নানাবিধ সমস্যা হতে শুরু করে। বর্তমানে ইনফেকশনসহ পায়ের নিচের অংশে অনুভূতিহীনতা (অবশ) হয়ে যায়। ফলস্বরূপ এ মাসের ২ তারিখ ও সর্বশেষ ২৩ জুলাই খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহন করা হয় ।
হাসপাতালের চিকিৎসক কিছু উচ্চ মূল্যের ঔষধ গ্রহন করতে প্রেসক্রিপশন করেন এবং যেশবেশ কিছু কিছু প্যাথলজি পরীক্ষা করাতে পরামর্শ দেন।
ঔষধ কেনার মতো সামর্থ না থাকায় জেলা প্রশাসক দপ্তরে অনুদানের জন্য আবেদন করেন মোখলেছুর রহমান। তার আবেদনের প্রেক্ষিতে মোখলেছুর রহমানকে অনুদান প্রদান করা হয়।
Leave a Reply