নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এক ঔষধের দোকান (ফার্মেসি) থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাইকপাড়ায় কাদেরিয়া নগর লামাপাড়ার সাহসুজা রোডের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রেমিকার সাথে অভিমান করে যুবক আত্মহত্যা করেছে।
নিহত যুবকের নাম শিবুরাজ সাহা। সে ফেনী জেলার চন্ডীচরণ সাহার ছেলে। সে জীবিকার তাগিদে নিতাইগঞ্জে ভাড়া থাকতেন।
সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নাসির আহমেদ তথ্যটি নিশ্চিত করে জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিলিং ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গিয়েছে। এতে লিপি নামে এক নারীকে আগামী দিনে সুখে থাকার কথা বলা হয়। ধারণা করা হচ্ছে প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে যুবক। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply