শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় গৃহবধুকে হত্যা করে গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে স্বামীর পলায়ন অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ১জন মাদক কারবারী গ্রেপ্তার  বক্তাবলীর রশিদ মেম্বারের গ্রেফতারের দাবীতে ডিসি অফিসে মানববন্ধন সমন্বিত সাংস্কৃতিক ফাউন্ডেশন (সসাফ) এর নতুন কমিটি প্রকাশ  না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক কামরুজ্জামান বুবলী যুব নারী কল্যাণ উন্নয়ন সংস্থা’র সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে আসছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন নারায়ণগঞ্জের পূর্বাচলে আসবেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার নিরাপত্তায় ১৫০০ পুলিশ নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (৩০ ডিসেম্বর) লাইভ নারায়ণগঞ্জকে এ দেওয়া এক বক্তব্য এ কথা বলেন তিনি। এর আগে রবিবার নারায়ণগঞ্জে আসার বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন,‘মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সর্বচ্চ কাজ করবে। আমরা বানিজ্য মন্ত্রনালয়ের পরামর্শ অনুযায়ি কাজ করছি। নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জে ১৫৭৪জন পুলিশ নিয়োজিত থাকবে।’

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ‍্যোগে আগামী ১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে এ মেলায় যুক্ত হচ্ছে আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে এবারের আসর।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এরই মধ্যে পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের প্রায় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবং শেষ সময়ের প্রস্তুতি। ভেতরের কাজ শেষে সাজানো হচ্ছে প্যাভিলিয়ন। দেশি-বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে ৩২৭টি। বাংলাদেশ বাদে সাতটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়।

গতবছরের মতোই অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোরমূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুণতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকিটমূল্য অর্ধেক।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনার কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।