নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাসেল পার্কের ভেতরে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,. টানবাজার রেলী বাগান এলাকার নুরুজ্জামানের ছেলে ও পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি মো. সানি (২৩) এবং পুরাতন জিমখানা তুহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আ. রহমানের ছেলে আকাশ (২১)।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় রাসেল পার্কের ভেতরে কলরব কিন্ডারগার্টেনের সামনে পার্কে ঘুরতে আসা চারজন ব্যক্তির কাছে ছুরি ও শর্টারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১১, তারিখ ১৭/০৭/২০২৫, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply