নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির নাম ভাংগিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হাইওয়ের পাশ্বে ১১ শতাংশের উপর নির্মিত একটি মাকের্ট দখল করার অভিযোগ উঠেছে বিএনপিতে অনুপ্রবেশকারী তাজু (৪৫) এর বিরুদ্ধে।
একটি অভিযোগ সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরে আওয়ামীলীগ ক্ষ্যাত নয়া বিএনপি তাজু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মাকের্ট দখল করার পায়তারা করে আসছে। এছাড়া তাজুর বিরূদ্ধে চাদাবাজী, জমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রন, মাদক ব্যবসা ও শেল্টার দেয়ার সহ জুট সেন্ডিকেট নিয়ে প্রভাব প্রয়োগ করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তাজু সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত জিলানীর ছেলে। বিগত ১৭ বছর আওয়ামীলীগের নেতা পরিচয়দানকারী এই তাজু ৫ আগষ্টের পর হটাৎ করেই বনে গেছেন বিএনপি নেতা। যেখানে সেখানে এখন পরিচয় দিয়ে বেড়াচ্ছে বিএনপির। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতির ভাগিনা খ্যাত মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নাম ব্যবহার করেই চালাচ্ছে নানা ধরনের অপকর্ম। এতে আতংক বিরাজ করছে এলাকায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকার কয়েক বাসীন্দা জানান, ৫ আগষ্টের আগেও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল রিপনের ঘনিষ্ঠভাজন হিসেবে বেশ পরিচিত ছিলো এই তাজু। বিগত সময়ে এই তাজুর জন্য আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে পারতাম না। মাদক, কিশোর গ্যাং, চাদাঁবাজী সহ বিভিন্ন অপকর্মের মুল হোতা ছিলো এই তাজু। চাদাঁ না দিলেই অত্যাচার করত। কদমতলী সহ বিভিন্ন এলাকার অবৈধ গ্যাসের সিন্ডিকেট, টাকার বিনিময়ে নতুন গ্যাস সংযোগ করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। আর অবৈধ গ্যাস সংযোগের বিশ্বস্তভাজন তারই ভাই জহির। দুই ভাইয়ের সিন্ডিকেটে অতিষ্ঠ হয়ে ছিলো এলাকাবাসী।
বিএনপির অনেক নেতাকর্মীরা জানান, ৫ আগস্টের পর থেকেই বিএনপিতে অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু কতিপয় নেতা টাকার বিনিময়ে এই আওয়ামীলীগের দোসরদের দলে টেনে বিএনপির নাম নষ্ট করছে। তাজু কিভাবে আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছে সেটা তাকে যারা শেল্টার দিচ্ছে তারাই ভালো বলতে পারবে। আওয়ামীলীগের সময় অবৈধ ভাবে কামানো অর্থ ব্যয় করেই এখন শুধু তাজু নয় আমাদের এই ওয়ার্ডের অনেকেই চেষ্ঠা করছে বিএনপি নেতা সাগরের হাতে বায়াত গ্রহণ করতে। তার মধ্যে এগিয়ে গেছে তাজু।
মাকের্টের এক দোকানদার বলেন, আমরা এই মাকের্টে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছি। আওয়ামীলীগের আমলেও তাজু মাকের্ট দখল করতে আসছিলো। কিন্তু দখল করতে পারে নাই। এখন বিএনপি নেতা সাগরের সাথে যোগ দিয়েই আবার দখল করতে আসছে।
তাজুর ব্যাপারে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরকে মুটোফোনে কল করলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী তাজুকে একাধিক বার ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply