নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।
আলোচনা সভার শুরুতে উপস্থিত রাজনৈতিক সকলের সাথে পরিচিত হন নবাগত ডিসি। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক বরাবর তুলে ধরেন তারা।
এসময় নজরুল ইসলাম আজাদ বলেন, এই জুলাই-আগস্টের আন্দোলনে মানুষকে যে গণহত্যা করেছে আর এই গণহত্যার জন্য যারা ইনভেস্ট করেছে তাদেরও কিন্তু দৃষ্টান্তমুলক শাস্তি হতে হবে। এখনো কোন মামলার তদন্ত শেষ হচ্ছে না। এভাবে চলতে থাকলে কবে এইসকল বিচার শেষ হবে তা আমার বোধগম্য নয়। মেয়র আইভীতো আওয়ামী লীগেরই একটা পার্ট, সে তো তখন তাদেরি সাথে ছিলো এবং কাজ করেছে। আর সে যখন নারায়ণগঞ্জ শহরেই অবস্থান করে তাহলে সে কেন গ্রেফতার হবে না। তার নামে তো মামলা হয়েছে।
সাবেক ডিসি মাহমুদুল হকের বিষয়ে তিনি বলেন, আগের যে ডিসি ছিলেন সে এইসব দেখেননি। কারন উনি তো তাদেরই একটা পার্ট ছিলো। এমরা কিন্তু এসব না দেখে তাকে সর্বাত্মক ভাবে সহযোগীতা করেছি। আসলে সব কিছু তো আর চাপা থাকে না, কোন না কোন ভাবে বের হয়েই আসে। আমাদের সামনে তার আচরণটা ছিলো সুমধুর, কিন্তু ইন্টার্নালি সে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার চেষ্টা করেছে। গত ১৭ বছরে যারা দেশের ১২টা বাজিয়েছে উনি তাদের পারপাস সার্ভ করেছেন।
আমি নারায়ণগঞ্জ বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা একটি সুন্দর, মাদকমুক্ত নারায়ণগঞ্জ চাই। যানজট আপনারা খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন এসপি সাহেবকে সাথে নিয়ে। বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো, এটি কিন্তু গত ১৭ বছর ধরে চলছে। ১৭ বছর ধরে আমরা এই আন্দোলন করছি আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান। আর এই জুলাই আন্দোলনেও আমাদের প্রায় ৪৮৩জন নেতাকর্মী নিহত হয়েছেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এখানে অবস্থিত প্রত্যেকটি দল আমরা যে যার অবস্থান থেকে কাজ করে আসছি। আন্দোলনে নারায়ণগঞ্জে যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিলে সেই তুলনা ক্যাজুয়ালিটি কম হয়েছে। আন্দোলনে নারায়ণগঞ্জের মোট ৩৫ জন নিহত হয়েছে। যার মধ্যে অনেকই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন। আন্দোলনের মাত্র ৫মাস গেছে, এখনই কিন্তু আমার মনে হচ্ছে আমরা শহীদদের রক্তকে অবজ্ঞা করা শুরু করেছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলাকে এ ক্যাটাগরির জেলা হিসেবে গড়ে তুলতে আমরা আপনার সর্বাত্মত সহযোগীতা করার জন্য প্রস্তুত। এইযে আন্দোলনের শেষ থেকে আজ পর্যন্ত প্রশাসন চাইলে ২/১টা মামলার তদন্ত শেষ করতে পারতো। কেননা এটা কিন্তু পরিস্কার যে নারায়ণগঞ্জে কারা এগুলোর সাথে জড়িত। বিভিন্ন গণমাধ্যমে তাদের বিভিন্ন ভিডিও কিন্তু আছে। তবে, মামলাগুলো কিন্তু সেইভাবে তদন্ত হচ্ছে না। নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যা মামলার আসামীরা অনেকে ঢাকাতে আছে আবার অনেকে নারায়ণগঞ্জেই আছে। এসকল মামলায় যারা অভিযুক্ত আছে; আমি ডিসি সাহেবকে আকেও বলেছি, তারা যাতে আপনার সাথে দেখা করতে না পারে। সেলিম ওসমানের নামে ডজনেরও বেশি মামলা আর সে ঢাকাতেই অবস্থান করছে; প্রশাসন কিন্তু চেষ্টা করলে তাকে গ্রেফতার করতে পারে। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে ৫টি মামলা আর সে কিন্তু নারায়ণগঞ্জেই আছে। আমরা গত কয়েকদিন যাবত শুনতে পারছি, সে নাকি ভিসা সংগ্রহ করেছে, বাইরে চলে যাবে। আর এই প্রশাসনের কিছু ব্যক্তি তাকে বিদেশে যাওয়ার জন্য সহযোগীতা করছে। এটা যদি হয়, তাহলে কিন্তু এই জেলার জনগন তা মেনে নিবে না।
এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করতে হলে আপনাকে সবার আগে ফ্যাসিস্ট সরকারের গঠিত আইনশৃঙ্খলা কমিটি ভেঙ্গে অতিসত্বর নতুন কমিটি করুন। আগের ডিসি এই কাজটি কেন করেননি, তা আমি জানি না। আজকের অনুষ্ঠানে আপনার পুলিশ সুপার সাহেবকেও রাখা দরকার ছিলো। আপনার কাছে একটা অনুরোধ, আপনি যার তার সাথে ছবি উঠাবেন না। তারা ছবি দিয়ে প্রমান করতে চায় জেলা প্রশাসকের সাথে আমার ভালো সম্পর্ক কেউ আমাকে কিছু করতে পারবে না।
তিনি আরও বলেন, যে খানে ঢাকায় বড় বড় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। সেখানে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নজরুল ইসলাম বাবু, সাবেক মেয়র আইভী; এদের গ্রেফতারে বাঁধা কোথায়। আমরা মনে হয়, এখনো তাদের কোন কোন প্রশাসন কিনবা সিভিল কর্মকর্তার সাথে যোগাযোগ আছে। আমরা এখনো নারায়ণগঞ্জকে যানজটমুক্ত দেখাইতে পারি নাই, সন্ত্রাসমুক্ত দেখাইতে পারি নাই, মাদকমুক্ত দখাতে পারি নাই। এগুলো করতে হলে প্রশাসনিক সদিচ্ছা থাকতে হবে। এসব করতে হলে পুলিশ সুপার মহোদয়কে নিয়ে রাজপথে নামতে হবে। আমরা আপনার পাশে আছি। এছাড়া এখনো নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব থেকে যে অবৈধ অস্ত্রগুলো নিয়ে ছাত্র-জনতার উপর গুলি করা হয়েছিলো, তা কিন্তু এখনো একটিও উদ্ধার করা হয়নি। আপনি সেই অস্ত্রগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা করছি।
মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আপনি আপনার দক্ষতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী হিসেবে আপনি গড়ে তুলবেন বলে আমরা আশা করছি। এই কাজে আমরাও আপনাদের পাশে আছি।
সবার কথা শেষে ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছে, সেই রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। রক্তঋণের প্রতি কোন ধরনের অবজ্ঞা আমরা সহ্য করা হবে না। নারায়ণগঞ্জে অনেক গুলা সমস্যা আমরা দেখেছি। জানযট-হকার নারায়ণগঞ্জের একটি ব্যাসিক সমস্যা। কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই যে, মাদকমুক্ত একটি নারায়ণগঞ্জ আমরা চাই। সেক্ষেত্র আমরা আপনাদের সহযোগীতা চাই।
তিনি বলেন, আমাদের দেশের সম্পদ হলো আমাদের জনগণ। আমাদের এই জনগণকে আমরা সর্বোচ্চ সহযোগীতা দিতে চাই। আমরা যে সমাজ ব্যবস্থা করতে চাই তার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দ্বায়বদ্ধ। সেই দ্বায়বদ্ধের থেকে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে চাই। সমস্ত ক্রাইমের কুইন মাদক, তাই নারায়ণগঞ্জ থেকে মাদককে নিঃশেষ করে দিতে হবে, এর জন্য আপনাদের সহযোগীতা চাই। আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগীতা করবেন। নারায়ণগঞ্জ অনেক গুরুত্বপূর্ণ এলাকা, ব্যবসায়ী দিক থেকে ও ঐতিহ্যের দিক থেকে নারায়ণগঞ্জ জেলার গুরুত্ব অনেক বেশী। নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা উন্মুক্ত একটি আকাশ গড়ে তুলতে চাই। আমি প্রত্যাশা করবো এমন একটা নারায়ণগঞ্জ যেখানে ভয়মুক্ত নগরী থাকবে।
সভা শেষে নবাগত জেলা প্রশাসককে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
Leave a Reply