বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
লন্ডনের উদ্দেশ্য ঢাকার বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের সিদ্ধিরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই প্রকৌশলী প্রত্যাহার ফতুল্লায় ‘আমরা মোহামেডান’ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ  দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর  ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫ জনই নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে হত্যা করে দুটি ইজিবাইক ছিনতাই করে নিলো দুর্বৃত্তরা  হত্যা মামলায় বেকসুর খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান রূপগঞ্জ মধুখালিতে বাদল ও জামানের ষড়যন্ত্রের ফাঁদে আক্তার ; প্রাণে মেরে লাশ গুম করার হুমকি

জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ  দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি- 

জালকুড়ি বাস স্ট্যান্ড নতুন ব্রিজ সংলগ্ন জালকুড়ি রোডের পাশে অবৈধ ভাবে দলখদার  মাছ বাজার  ও ফল ব্যবসায়ীদের অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদের দাবী পরিবহন চালক ও স্হানীয় এলাকাবাসীর। এ অবৈধ বাজারের কারনে প্রতিনিয়ত  জনগনকে অনেক দুর্ভোগ পোহাতে হয়।  স্থানীয়রা  প্রশাসনের নিকট এ অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলো  উচ্ছেদ করে দখল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান।

সরোজমিনে গিয়ে  দেখা যায় যে, রাস্তার দুপাশে মাছ ব্যবসায়ী ও ফলের দোকানদার তাদের দখলে নিয়ে সরকারি কোন অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর যাবৎ। তাদের এ অবৈধভাবে বাজার গড়ে তোলাতে সৃষ্টি হচ্ছে যানজটের।  জালকুড়ি এলাকার বাস স্ট্যান্ড সড়ক হতে  নারায়ণগঞ্জ টু আদমজী সড়কের সংযোগ হবার কারনে সাধারণ পরিবহন থেকে শুরু করে অনেক মালবাহী গাড়ী চলাচল করে থাকে। অবৈধ দোকানের কারনে রাস্তাটি সরু হওয়ায় এ সব পরিবহনকে পড়তে হয় বিপাকে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কোন লীজ না নিয়ে এই সরকারি ভূমিতে  দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারি জায়গা হওয়ায় সরকার যে কোন সময় তাদের সড়ে যেতে বললে তাঁরা চলে যাবে। তাঁরা
কাউকে কোন চাঁদা  না দিলেও প্রতিটি দোকানীকে বিদ্যুৎ ব্যবহারের জন্য আসলাম নামে এক ব্যক্তিকে  বিদ্যুৎ বিল হিসেবে টাকা দিয়ে  থাকে । এই বাজারের বিদ্যুৎ সংযোগ তাঁর নিয়ন্ত্রণে।
কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বললে তাঁরা বলেন, আগে একটি সড়ক ছিলো এখন পুরনো রাস্তার পাশে নতুন ব্রিজ তৈরি হওয়ায় প্রতিদিন আমাদের যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হয়। কিন্তু ব্রিজের নীচে নামতে গেলে এসব দোকানের কারনে সহজ ভাবে রাস্তা দিয়ে চলাচল সম্ভব নয়। এ অবৈধ বাজার সড়িয়ে দিয়ে এখানে জনসাধারণের সুবিধার্থে  পরিবহনের জন্য একটি স্ট্যান্ড দরকার। যাত্রীরা যেনো নিরাপদে উঠানামা করতে পারে আর আমরা   পরিবহন গুলো রাখতে পারি। কিন্তু তা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর মতে  আসলাম এই সব অবৈধ দখলকারী দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দোকানের কারনে  রাস্তায় যানজটের ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা রাস্তার দুপাশ দখল মুক্ত চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।