রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র.) স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া নাঃগঞ্জ ফতুল্লা’য় ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ জনগন আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেবে না: সাখাওয়াত হোসেন  সোনারগাঁয়ে ইয়াবা গাঁজাসহ ২ জন আটক যারা পালাতে পারেন নি, এখনো এলাকায় আছেন, শান্তিতে বসবাস করেন: মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে তরুণ দলের সমাবেশে আরিফ মীরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয়,৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই: আবু বকর সিদ্দিক লন্ডনের উদ্দেশ্য ঢাকার বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫ সিদ্ধিরগঞ্জে শেখ রেহেনা,জয়,পুতুল ও শামীম ওসমানসহ আরো ৩টি মামলা দায়ের

জনগন আর কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেবে না: সাখাওয়াত হোসেন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন: “২০০৮ সালে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ টাকা কেজি দরে চাল ও ঘরে ঘরে চাকরি। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ সারা দেশে লুটপাট চালিয়ে বিদেশে টাকা পাচার করেছে। ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেছে, তার ভাই সেলিম ওসমান এবং ভাতিজা আজমীর ওসমানও পালিয়েছে। জনগণ আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না এবং কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেবে না।”

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর রাজবাড়ী বালুর মাঠে বিএনপির উদ্যোগে ২২ নং ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা বিএনপি এডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা সরকারের ব্যর্থতা ও লুটপাটের বিষয়ে কঠোর সমালোচনা করেন এবং জনগণকে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।