নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লি: নামে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার জন্য চায়না থেকে আমদানিকৃত চুরি হওয়া অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪।
গাজিপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে মালামালগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) কে গাজিপুরের কোনা বাড়ি থেকে আটক করা হয়।
শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত ডিআইজি মো:আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টে চায়না থেকে আমদানিকৃত জিন্সের কাপড় নিয়ে একটি কাভার্ড ভ্যান রওনা দেয়। পরে কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জে রুপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারী প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা মো: জুয়েল বাদি হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে শিল্প পুলিশের সাত সদস্যের একটি আভিযানিক দল কাজ শুরু করে। অভিযানের এক পর্যায়ে গাজিপুরের কোনাবাড়ি এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামে একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ির মদিনা মার্কেট হতে ১১২ রোল এবং নারায়ণগঞ্জের ২নং রেল গেট এলাকার গুলশান মার্কেট হতে ২৩৬ রোল ফেব্রিকসহ চুরি হওয়া ৩৪৮ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা। উদ্ধার করা হয় কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়। পরে এঘটনায় গত ১২ জানুয়ারী রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (যার নং-২৪)।
আসাদুজ্জামান আরো জানান, এই ঘটনার মূল হোতা আজহার নামে একব্যাক্তির নাম প্রাথমিকভাবে পাওয়া গেছে। সেই সাথে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিং চালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবো। তবে সন্তুষ্টির বিষয় হচ্ছে চুরি হওয়া সকল মালামালই আমরা উদ্ধার করতে পেরেছি।
Leave a Reply