নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি-
নারায়ণগঞ্জ শহরের ডি আইটিতে কাউন্সিলর বিভা হাসানের কার্যালয়ে কবিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে কবিয়াল সাহিত্য আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারী শুক্রবার বিকেলে এ সাহিত্য আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
কবিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাপ্পি সাহার সভাপতিত্বে আনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সাহিত্য জোটের আহবায়ক আবদুর রহমান বাবু, কবি দীপক ভৌমিক,কবি শাহানা মান্নান বুলবুল, কবি মানিক চত্রুবর্তী,কবি ইয়াদী মাহমুদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মাসুদ রানা লাল,সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি কবি মাসুদ রানা।
সাহিত্য আড্ডা’য় কবিদের স্বরচিত কবিতা পাঠ শেষে কবিয়াল সাহিত্য উৎসব ২০২৪ নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত লেখকদের মধ্য থেকে স্বরচিত কবিতা পাঠ করেন শফিকুল ইসলাম আরজু,মোহম্মদ অপু ভূইয়া,তাছলিমা আক্তার পারভিন,সুকুমার মল্লিক রতন দাদু,জহিরুল ইসলাম মিন্টু, কুদত্ত রঞ্জন বড়ুয়া, সালমা ডলি,জয়নুল আবেদিন জয়, সেলিম ভূইয়া,সাবিনা সিদ্দিকী শিবা,চাঁন মিয়া চান্দু,কাজী আনিসুল হক হীরা,আবুল কালাম আজা,মো: শুক্কুর মাহমুদ জুয়েল,আল আশরাফ বিন্দু,এডভোকেট বিল্লাল হোসেন,চিত্র শিল্পী মো: শাহ্আলম,হামিদ কাফী, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি সহ প্রমুখ।
কবিতা ও ছড়া পাঠ আড্ডা’র মধ্য দিয়ে পিঠা উৎসবের আয়োজন চলে।
Leave a Reply