রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে মানুষের অনেক প্রত্যাশা: মোহাম্মদ আলী নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে: মাকসুদ হোসেন এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই: কালাম নারায়ণগঞ্জ-০৫ আসনে এনসিপির গণভোটের প্রার্থী (এম্বাসাডর) মনোনীত হলেন নিরব রায়হান নাগরিকদের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: আল আমিন বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি-ধমকি দেওয়া শুরু করেছে: শাহ আলম সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান ছাই আমাদের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে: গিয়াসউদ্দিন সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ ১ মাদককারবারী গ্রেপ্তার  যারা ধানের সুবিধা নিয়ে স্বতন্ত্র করে তারা মানুষের পর্যায়ে পরেনা, তারা মোনাফেক : রোকন

এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই: কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আমাকে বারবার সংসদে পাঠিয়েছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণ পাশে থাকলে বিজয় সুনিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন আবুল কালাম।

সকাল থেকেই কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ শুরু করেন তিনি। কলাগাছিয়া ফরাজিকান্দা সেতু সামনে থেকে উপজেলা সড়ক, চূনাভুড়া, কলাগাছিয়া বাজার, সাবদী ও কল্যান্দি এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক স্থানে ভোটাররা ফুল দিয়ে ও হাত নেড়ে আবুল কালামকে শুভেচ্ছা জানান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ মহানগর ও বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।