নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ আমাকে বারবার সংসদে পাঠিয়েছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণ পাশে থাকলে বিজয় সুনিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন আবুল কালাম।
সকাল থেকেই কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ শুরু করেন তিনি। কলাগাছিয়া ফরাজিকান্দা সেতু সামনে থেকে উপজেলা সড়ক, চূনাভুড়া, কলাগাছিয়া বাজার, সাবদী ও কল্যান্দি এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক স্থানে ভোটাররা ফুল দিয়ে ও হাত নেড়ে আবুল কালামকে শুভেচ্ছা জানান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ মহানগর ও বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।