নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৪নং ওয়ার্ড যুবদল ও বিপ্লবী দলের উদ্যাগে পৃথকভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বন্দরের ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দী এবং শাহীমসজিদ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
তনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছে। উন্নয়নশীল দেশ গঠনে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব খুবই প্রয়োজন। আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশের ও দলের দায়িত্ব নিতে সক্ষম হোক, আপনারা তার জন্য দোয়া করবেন।”
খোরশেদ আলম আরও বলেন, “মাসুদুজ্জামান ভাইকে দল নির্বাচন করেছে একজন খেলোয়াড় হিসেবে। মনে রাখবেন, এটি একক নির্বাচন নয়, এটি দলীয় নির্বাচন। বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। বিএনপি নির্বাচিত না হলে ফ্যাসিস্টরা দেশে আবারও প্রবেশ করবে।”
বন্দর থানার ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহবায়ক শেখ মো. হারুন রশিদের পৃথক সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।
বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার ও ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু।
দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, বন্দর থানা ২৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল মালেক মেম্বার, ২২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা রহমান, ২৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা আকমল, বন্দর থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নেত্রী নাছিমা বেগম, ২৫নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুমি বেগম, ২৪নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী আরিফা আক্তার ২১নং ওয়ার্ড যুবদল নেতা এমারত ও স্বপন ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বক্তারকান্দী জামে মসজিদের ইমাম মাওলানা মোরশেদ।
Leave a Reply